বরিশালে মোটরসাইকেলে বাসের ধাক্কায় রেজাউল ইসলাম রাহাত নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ সকালে বরিশাল নগরের কাশিপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম রাহাত বরিশাল নগরের ৩ নম্বর ওয়ার্ডের মতাশার এলাকার বাসিন্দা রহিম মল্লিকের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার এসআই শাহাদাত হোসেন জানান, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকার দিক থেকে বরিশালের চরমোনাইয়ের উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বাসটি একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রেজাউল ইসলাম রাহাত গুরুত্বর আহত হন। রেজাউল ইসলাম রাহাতকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এয়ারপোর্ট থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, এ দুর্ঘটনার পর গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।