রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। পরে নির্ধারিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টায় তিনি বাসার উদ্দেশে রওয়ানা দেন।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পলে গতবছর তাকে কয়েক দফা হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়। পরে নভেম্বরে তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকরা।
এভারকেয়ার হাসপাতালে টানা ৮১ দিন চিকিৎসা নেয়ার পর গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফেরেন খালেদা জিয়া।
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০১৮ সালে কারাগারে যেতে হয়। দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।