চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় বাসচাপায় শিশু নিহতের ঘটনায় চালক ও সহকারীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতে নগরীর চান্দগাঁও থানার বাস টার্মিনাল এলাকার স্বাধীনতা পার্কের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পটিয়া উপজেলার ভূতপুরা এলাকার হানিফ মিয়ার ছেলে মো. বেলাল হোসেন ওরফে মানিক ও আনোয়ার উপজেলার দক্ষিণ ইসহাক আলী এলাকার মোশাররফ আলীর ছেলে মো. সোহেল। এর মধ্যে মানিক বাসটির চালক ও সোহেল চালকের সহকারী।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, বাসচাপা দিয়ে শিশু আদিব হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন তারা। তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র্যাব। এরই ধারাবাহিকতায় রোববার রাতে স্বাধীনতা পার্কের সামনে থেকে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তারা।
শনিবার সকালে শাহ আমানত সেতু এলাকায় বাসচাপায় নিহত হয় সাত বছর বয়সী শিশু মোহাম্মদ আদিব। নিহত আদিব চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার সায়েম মুহাম্মদের ছেলে। সে নগরীর হালিশহরের একটি হেফজখানায় পড়তো। এ ঘটনায় আদিবের চাচা মোহাম্মদ শাহজালাল বাকলিয়া থানায় মামলা করেন।