বাণিজ্য মেলা বন্ধ করার বিষয়ে যা জানা গেলো

পূর্বাচলে মাসব্যাপী চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন ইপিবির সচিব ও মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।

 

বৃহস্পতিবার রাতে তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করেছে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কিন্তু এখনো মেলা বন্ধের কোনো নির্দেশনা আসেনি। আর মাত্র বাকি তিন-চারদিন, এ সময়ে মেলা বন্ধ হবে বলে তো মনে হয় না।

 

ইফতেখার আহমেদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে মেলায় দর্শনার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। একটি কোম্পানির সৌজন্যে মেলার প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। যন্ত্র দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে মেলায় প্রবেশ করানো হচ্ছে দর্শনার্থীদের।

 

তিনি আরও বলেন, সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। কেউ কেউ মেলায় প্রবেশের সময় মাস্ক পরলেও ভেতরে মুখ থেকে মাস্ক খুলে ফেলেন, তাদের সচেতন করা হচ্ছে। তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেজন্য মেলায় ভ্রাম্যমাণ টিম বসানো হয়েছে। গত তিন-চার দিনে ২৫-৩০জনকে টিম জরিমানা করেছে।

 

বর্তমান করোনা পরিস্থিতিতে মেলায় বেচাকেনা কেমন হচ্ছে— জানতে চাইলে তিনি বলেন, মেলায় দর্শনার্থী আসা কমেছে। তবে যারাই আসছেন তারা হাতে কিছু না কিছু নিয়ে যাচ্ছেন।

 

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে আমরা বাণিজ্য মেলা পরিচালনা করছি। এখন স্বাস্থ্যবিধি অনুসরণ করে পূর্বাচলে চলছে। তবে মন্ত্রীপরিষদ বিভাগ বৈঠক করে যদি মেলা বন্ধের সিদ্ধান্ত নেয়, আমরা বন্ধ করে দেব।

 

বাণিজ্য মেলায় গত ২৬দিনে মোট টিকিট বিক্রি হয়েছে সাড়ে ৭ লাখ। তাতে আয় হয়েছে ২ কোটি ৬৫ লাখ টাকা। মেলার ইজারাদার ও মেসার্স মীর ব্রাদার্সের অপারেশনাল ম্যানেজার ছায়েদুর রহমান (বাবু) এ তথ্য জানান।

 

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার পর গত মঙ্গলবার বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একইসঙ্গে আসন্ন বইমেলাও আরও পিছিয়ে দেওয়ার সুপারিশ করে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাণিজ্য মেলা বন্ধ করার বিষয়ে যা জানা গেলো

পূর্বাচলে মাসব্যাপী চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন ইপিবির সচিব ও মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।

 

বৃহস্পতিবার রাতে তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করেছে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কিন্তু এখনো মেলা বন্ধের কোনো নির্দেশনা আসেনি। আর মাত্র বাকি তিন-চারদিন, এ সময়ে মেলা বন্ধ হবে বলে তো মনে হয় না।

 

ইফতেখার আহমেদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে মেলায় দর্শনার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। একটি কোম্পানির সৌজন্যে মেলার প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। যন্ত্র দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে মেলায় প্রবেশ করানো হচ্ছে দর্শনার্থীদের।

 

তিনি আরও বলেন, সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। কেউ কেউ মেলায় প্রবেশের সময় মাস্ক পরলেও ভেতরে মুখ থেকে মাস্ক খুলে ফেলেন, তাদের সচেতন করা হচ্ছে। তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেজন্য মেলায় ভ্রাম্যমাণ টিম বসানো হয়েছে। গত তিন-চার দিনে ২৫-৩০জনকে টিম জরিমানা করেছে।

 

বর্তমান করোনা পরিস্থিতিতে মেলায় বেচাকেনা কেমন হচ্ছে— জানতে চাইলে তিনি বলেন, মেলায় দর্শনার্থী আসা কমেছে। তবে যারাই আসছেন তারা হাতে কিছু না কিছু নিয়ে যাচ্ছেন।

 

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে আমরা বাণিজ্য মেলা পরিচালনা করছি। এখন স্বাস্থ্যবিধি অনুসরণ করে পূর্বাচলে চলছে। তবে মন্ত্রীপরিষদ বিভাগ বৈঠক করে যদি মেলা বন্ধের সিদ্ধান্ত নেয়, আমরা বন্ধ করে দেব।

 

বাণিজ্য মেলায় গত ২৬দিনে মোট টিকিট বিক্রি হয়েছে সাড়ে ৭ লাখ। তাতে আয় হয়েছে ২ কোটি ৬৫ লাখ টাকা। মেলার ইজারাদার ও মেসার্স মীর ব্রাদার্সের অপারেশনাল ম্যানেজার ছায়েদুর রহমান (বাবু) এ তথ্য জানান।

 

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার পর গত মঙ্গলবার বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একইসঙ্গে আসন্ন বইমেলাও আরও পিছিয়ে দেওয়ার সুপারিশ করে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com