সবজির দোকানে টানানো ফেস্টুনে লেখা যাদের সামর্থ্য আছে, তারা ডোনেট বক্সে সবজি রাখবেন। আর যাদের সবজি কেনার টাকা নেই, তারা ডোনেট বক্স থেকে সবজি নিতে পারেন। দোকানের বাইরে রাখা প্লাস্টিকের ক্যারেট বক্সে ক্রেতারা সাধ্যমতো সবজি রেখে যাচ্ছেন। আর সামর্থ্যহীনরা নিচ্ছেন প্রয়োজনমতো।
বন্দরনগরী চট্টগ্রাম এবং নিকটবর্তী উপজেলার কয়েকটি বাজারে দুস্থ অসহায় মানুষদের জন্য এমন ডোনেট বক্স চালু করেছে তিন তরুন।
অসহায় দুস্থদের জন্য এই মানবিক উদ্যোগটি গ্রহণ করেছে চট্টগ্রামের সবজি বিক্রেতা মোহাম্মদ ইব্রাহিম, সমাজ সচেতন তরুন ও ক্রিড়া ব্যক্তিত্ব কায়সার আলী চৌধুরী এবং মুসাইদাহ।
এই মানবিক উদ্যোগের সূচনাকারী কায়সার আলী চৌধূরী রোববার (২০ মার্চ) রাইজিংবিডিকে বলেন, ‘বর্তমান বাজারে সবজিসহ অন্য নিত্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে। বেশি দাম দিয়ে সমাজের অনেক মানুষের সবজি কেনার সামর্থ্য নেই। আবার অনেক মানুষ লজ্জায় কাউকে বলতেও পারেন না। আবার সবজি জাতীয় পণ্যে কেউ কাউকে সাহায্যও করেন না। এই পরিস্থিতিতে যারা অসহায়দের জন্য সবজি দান করতে ইচ্ছুক এবং যারা সবজি কেনার সামর্থ রাখেন না তাদের জন্যও বিভিন্ন সবজির দোকানে সবজির ডোনেট বক্স চালু করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রথমে চট্টগ্রামের খুলশী থানার গরীব উল্লাহ শাহ হাউজিং সোসাইটি বাজার থেকে এই উদ্যোগটি সূচনা করা হয়। এই বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ ইব্রাহীমের দোকানে প্রথম এই সবজি ডোনেট বক্স স্থাপন করা হয়। গত কয়েকদিনে নগরীর চকবাজার, পূর্ব বাকলিয়া, চাঁন্দগাও থানার মোহরা বাজার এবং জেলার হাটহাজারী উপজেলার মদুনাঘাট এবং নজুমিয়া হাট সবজি বাজারে ডোনেট বক্স চালু করা হয়েছে।
সামর্থবান মানুষ সবজি কিনতে এসে তাদের সামর্থ অনুযায়ী সবজি ডোনেট বক্সে রেখে যান, আর অসহায় মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী এই ডোনেট বক্স থেকে বিনামূল্যে সবজি নিয়ে যান।
গরীব উল্লাহ শাহ হাউজিং সোসাইটি বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘প্রতিদিন আমার সবজি দোকানে অসহায় দরিদ্র মানুষ সবজি সাহায্য চাইতে আসেন। আবার অনেকে দাম শুনে সবজি না কিনে ফিরে যান। এই অবস্থায় আমি অসহায়দের জন্য বিনামূল্যে সামর্থ অনুযায়ী সবজি দেওয়ার কার্যক্রম শুরু করি। কিন্তু প্রতিদিন এতো সংখ্যক মানুষ সবজি বিনামূল্যে চাইতে আসেন তাদের সবাইকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব হয় না।’
তিনি আরো বলেন, ‘আমার উদ্যোগের কথা জানতে পেরে কায়সার আলীসহ অন্যরা এই বিষয়ে নিজেদের সম্পৃক্ত করেন। আমরা সবাই মিলে সবজি ডোনেট বক্স চালু করি। এখন সামর্থবান মানুষ নিজের সাধ্যমতো ডোনেট বক্সে সবজি রাখেন এবং অসহায় মানুষ এখান থেকে সবজি বিনামূল্যে নিয়ে যাচ্ছেন।’
কায়সার আলী চৌধুরী বলেন, ‘আমরা খুব ছোট্ট এই উদ্যোগটি গ্রহণ করেছি অসহায় মানুষদের জন্য। এই উদ্যোগ সর্বত্র ছড়িয়ে দিতে চাই, যাতে উচ্চ দ্রব্য মূল্যের বাজারে অসহায় দুস্থ মানুষরা দু’বেলা পেটভরে খেতে পারে। সূএ: রাইজিংবিডি.কম