ফাইল ফটো
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ন ব্যর্থ। সিন্ডিকেট ভাঙতে না পারার কারনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বাজারের আগুনে পুড়ছে দেশের মানুষ।
আজ এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।
বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় সরকার এড়াতে পারেনা দাবি করে তিনি বলেন, সরকার কিভাবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে সেদিকে দেশের মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছে।
জিএম) কাদের আরও বলেন, মন্ত্রীরা যখন বলেন বাজারের সিন্ডিকেট ভাঙা যায় না, তখন জাতির জীবনে হতাশা ছাড়া আর কিছুই থাকেনা। সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা, জবাবদিহিতার অভাব ও দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।