চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকার কর্মী নাছিবুর রহমানকে (৪৩) আটক করেছে র্যাব।
সোমবার দুপুরে র্যাব-৭-এর মিডিয়া বিভাগ থেকে এতথ্য জানানো হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানার চট্টগ্রাম কক্সবাচার হাইওয়েতে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে নাছিবুর রহমানকে আটক করা হয়। পরে ওই ব্যক্তির কাছে থাকা ল্যাপটপ, ল্যাপটপের চার্জার ও পাওয়ার ব্যাংকের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৮৯ হাজার টাকা।
তিনি আরো জানান, আটককৃত ব্যক্তি নিজেকে মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তার কাছ থেকে এ সংক্রান্ত একটি আইডি কার্ডও পাওয়া গেছে। সোমবার তাকে নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।,