বাইডেনের উপদেষ্টা আসছেন আজ

মার্কিন প্রেসিডেন্টের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন চারদিনের সফরে রোববার ঢাকা আসছেন। দায়িত্বশীল কূটনৈতিক সূত্র সফরের বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, সফরকালে সরকারের মন্ত্রী-সচিব, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে তার বৈঠক হবে। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী সোম ও মঙ্গলবার কক্সবাজারে কাটাবেন প্রেসিডেন্ট জো বাইডেনের ওই বিশেষ দূত। সেখানে তিনি মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও স্থানীয় প্রশাসন, হোস্ট কমিউনিটি এবং আন্তর্জাতিক ত্রাণকর্মীদের সঙ্গে সিরিজ বৈঠক করবেন। আগামী ২০শে এপ্রিল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব আখতার হোসেনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের দেশে দেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার কাজে উৎসাহ প্রদান এবং তদারকিতে জোর রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। স্টেট ডিপার্টমেন্ট এবং এ সংক্রান্ত বিশেষ দূত তদারকির কাজটি করেন। চলতি বছরের সূচনাতে প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত হিসেবে রাশাদ হোসাইনের নিয়োগ অনুমোদন করে সিনেট।

 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম যিনি গুরুত্বপূর্ণ ওই পদে আসীন হন। তাছাড়া তিনি ওই পদে অধিষ্ঠিত হওয়া প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। ওয়াশিংটন সূত্র জানিয়েছে, অ্যাম্বাসেডর এট লার্জ ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স টু দ্য ইউএস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতীয় উপমহাদেশে এটিই রাশাদের প্রথম সফর। আর তিনি সর্বপ্রথম আসছেন মডারেট মুসলিম কান্ট্রি বাংলাদেশে। তার সম্মানে একটি পাবলিক লেকচার আয়োজনের প্রস্তুতি ছিল রাজধানীর ইস্কাটনস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়নে। কিন্তু শেষ খবর পর্যন্ত তা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। তবে সেই অনিশ্চয়তার কী কারণ তা এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় বা মার্কিন দূতাবাস কোনো পক্ষই খোলাসা করেনি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য মতে, বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মার্কিন নীতি প্রণয়নে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকেন তার বিশেষ দূত। বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতার অপব্যবহার, নিপীড়ন এবং বৈষম্য নিরীক্ষণে মার্কিন প্রশাসনে বিদ্যমান মেকানিজমে নেতৃত্ব দেন রাশাদ হোসাইন। উপরোল্লিখিত উদ্বেগগুলো নিরসনে গৃহীত কর্মসূচির তত্ত্বাবধান এবং বিশ্বময় ছড়িয়ে থাকা ধর্ম-বিশ্বাসের লোকজনের ন্যায়সঙ্গত এবং অর্থপূর্ণ অন্তর্ভুক্তিতে কাজ করেন তিনি। পাশাপাশি নাগরিক সমাজে বিস্তৃত পরিসরে বৈচিত্র্যময় এবং গতিশীল অংশীদারিত্ব গড়ার প্রয়াস চালান। বহুগুণের অধিকারী মিস্টার হোসাইন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত হওয়ার আগে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের অংশীদারিত্ব এবং গ্লোবাল এনগেজমেন্ট ডিরেক্টরেটের পরিচালক ছিলেন। সেখানে দীর্ঘ সময় তিনি সিনিয়র কাউন্সেল হিসেবেও কাজ করেছেন। তার আগে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)তে মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করেছেন। কৌশলগত সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং হোয়াইট হাউসের ডেপুটি অ্যাসোসিয়েট কাউন্সেলর হিসেবেও হোসাইন দায়িত্ব পালন করেছেন। আইনের ওপর নিয়মিত পড়াশোনা শেষ করা হোসাইন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনেও স্নাতক ডিগ্রি রয়েছে তার। আইন বিষয়ে শিক্ষকতা করা টেক্সাসের বাসিন্দা হোসাইনের পৈতৃক ভিটা ছিল ভারতের বিহার রাজ্যে। তার বাবা আমেরিকায় অভিবাসী হিসেবে থিতু হন। অ্যাটর্নি, প্রফেসর এবং ডিপ্লোমেট- ত্রিমাত্রিক ক্যারিয়ারের অধিকারী রাশাদের বাস্কেটবলের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। যুবকদের ক্রীড়া প্রশিক্ষক হিসেবেও তিনি কিছুদিন কাজ করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘বিচার বাকি আবুবকরের’ মনে আছে বিশ্বজিৎ… ফিরবে না আবরার : আসিফ নজরুল

» নির্দিষ্ট সময়ে ভোটের ব্যবস্থা না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন গয়েশ্বর

» খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা খারিজ

» ১৯২৭ সালের আইন দিয়ে বন রক্ষা সম্ভব নয়: রিজওয়ানা হাসান

» সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর

» ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না, আইনের আওতায় আনতে হবে: সেলিমা

» পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় সন্দেহে ১জন আটক

» মালবাহী ট্রাকচাপায় শিশুর মৃত্যু

» হোয়াটসঅ্যাপের মেটা এআইতে যেসব সুবিধা রয়েছে

» ঐশ্বরিয়ার ভয়ে মিস ইন্ডিয়া থেকে সরতে চেয়েছিলেন সুস্মিতা!

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাইডেনের উপদেষ্টা আসছেন আজ

মার্কিন প্রেসিডেন্টের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন চারদিনের সফরে রোববার ঢাকা আসছেন। দায়িত্বশীল কূটনৈতিক সূত্র সফরের বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, সফরকালে সরকারের মন্ত্রী-সচিব, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে তার বৈঠক হবে। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী সোম ও মঙ্গলবার কক্সবাজারে কাটাবেন প্রেসিডেন্ট জো বাইডেনের ওই বিশেষ দূত। সেখানে তিনি মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও স্থানীয় প্রশাসন, হোস্ট কমিউনিটি এবং আন্তর্জাতিক ত্রাণকর্মীদের সঙ্গে সিরিজ বৈঠক করবেন। আগামী ২০শে এপ্রিল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব আখতার হোসেনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের দেশে দেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার কাজে উৎসাহ প্রদান এবং তদারকিতে জোর রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। স্টেট ডিপার্টমেন্ট এবং এ সংক্রান্ত বিশেষ দূত তদারকির কাজটি করেন। চলতি বছরের সূচনাতে প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত হিসেবে রাশাদ হোসাইনের নিয়োগ অনুমোদন করে সিনেট।

 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম যিনি গুরুত্বপূর্ণ ওই পদে আসীন হন। তাছাড়া তিনি ওই পদে অধিষ্ঠিত হওয়া প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। ওয়াশিংটন সূত্র জানিয়েছে, অ্যাম্বাসেডর এট লার্জ ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স টু দ্য ইউএস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতীয় উপমহাদেশে এটিই রাশাদের প্রথম সফর। আর তিনি সর্বপ্রথম আসছেন মডারেট মুসলিম কান্ট্রি বাংলাদেশে। তার সম্মানে একটি পাবলিক লেকচার আয়োজনের প্রস্তুতি ছিল রাজধানীর ইস্কাটনস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়নে। কিন্তু শেষ খবর পর্যন্ত তা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। তবে সেই অনিশ্চয়তার কী কারণ তা এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় বা মার্কিন দূতাবাস কোনো পক্ষই খোলাসা করেনি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য মতে, বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মার্কিন নীতি প্রণয়নে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকেন তার বিশেষ দূত। বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতার অপব্যবহার, নিপীড়ন এবং বৈষম্য নিরীক্ষণে মার্কিন প্রশাসনে বিদ্যমান মেকানিজমে নেতৃত্ব দেন রাশাদ হোসাইন। উপরোল্লিখিত উদ্বেগগুলো নিরসনে গৃহীত কর্মসূচির তত্ত্বাবধান এবং বিশ্বময় ছড়িয়ে থাকা ধর্ম-বিশ্বাসের লোকজনের ন্যায়সঙ্গত এবং অর্থপূর্ণ অন্তর্ভুক্তিতে কাজ করেন তিনি। পাশাপাশি নাগরিক সমাজে বিস্তৃত পরিসরে বৈচিত্র্যময় এবং গতিশীল অংশীদারিত্ব গড়ার প্রয়াস চালান। বহুগুণের অধিকারী মিস্টার হোসাইন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত হওয়ার আগে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের অংশীদারিত্ব এবং গ্লোবাল এনগেজমেন্ট ডিরেক্টরেটের পরিচালক ছিলেন। সেখানে দীর্ঘ সময় তিনি সিনিয়র কাউন্সেল হিসেবেও কাজ করেছেন। তার আগে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)তে মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করেছেন। কৌশলগত সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং হোয়াইট হাউসের ডেপুটি অ্যাসোসিয়েট কাউন্সেলর হিসেবেও হোসাইন দায়িত্ব পালন করেছেন। আইনের ওপর নিয়মিত পড়াশোনা শেষ করা হোসাইন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনেও স্নাতক ডিগ্রি রয়েছে তার। আইন বিষয়ে শিক্ষকতা করা টেক্সাসের বাসিন্দা হোসাইনের পৈতৃক ভিটা ছিল ভারতের বিহার রাজ্যে। তার বাবা আমেরিকায় অভিবাসী হিসেবে থিতু হন। অ্যাটর্নি, প্রফেসর এবং ডিপ্লোমেট- ত্রিমাত্রিক ক্যারিয়ারের অধিকারী রাশাদের বাস্কেটবলের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। যুবকদের ক্রীড়া প্রশিক্ষক হিসেবেও তিনি কিছুদিন কাজ করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com