ভারতের উত্তর প্রদেশে বিয়ের আসরে মালাবদল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন বর-কনে। আর সেই দ্বন্দ্বের জেরে ভেঙে গেলো বিয়ে।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বেশ ধুমধাম করেই শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠান। যথারীতি বিয়ের আসরে হাজির হন বর-কনে। পুরোহিতও শুরু করে দেন বিয়ের মন্ত্র। ছাদনাতলায় তখন বর অপেক্ষা করছেন কনের জন্য। কনে এলেন। শুরু হল বিয়ের রীতি। সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু গোল বাঁধল মালা বদলের সময়।
কনের অভিযোগ, বর নাকি মালাবদলের সময় দূর থেকে মালা ছুঁড়ে গলায় পরাতে গিয়েছিলেন। বিষয়টিকে খুবই আপত্তিকর আচরণ দাবি করে তাৎক্ষণিকভাবে বিয়ে ভেঙে দেন কনে।
কনের দাবি, বিয়ের সময়ই যদি বর এরকম আচরণ করে, তাহলে বিয়ের পর কখনোই সে তাঁর স্ত্রীকে সম্মান করবে না।
এদিকে, কনের এই কাণ্ডে বর-কনে দুইজনের পরিবার হতভম্ব হয়ে যান। এ নিয়ে দুই পরিবারের মধ্যেও দ্বন্দ্ব শুরু হয়। তবে শেষ পর্যন্ত মেয়েকেই সমর্থন জানান কনের বাবা-মা।