বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের মিম আবাসন নামক স্থানে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহীন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ সকাল ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ।
জানা যায়, রোববার রাতে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মীম আবাসনের মো. শাহীনের বিরুদ্ধে তিন বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ করা হয়েছে অভিযোগ করে মামলা করেন ওই শিশুর মা। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার শাহীন একই উপজেলার মৃত লাল মিয়ার ছেলে এবং একই আবাসনের বাসিন্দা।
ভিকটিমের মা জানান, ‘রোববার দুপুরে আমার তিন বছরের শিশু কন্যাকে ডৌয়া ফল ও মজা খবারের কথা বলে আমার কাছ থেকে বখাটে শাহিন তার বাসায় নিয়ে যায়। ২০ মিনিট পরে আমার মেয়েটি হাফুর দিয়ে বাসায় আসে এবং ব্যাথার কথা জানায়। দেখি ওর জামা ও পেন্টে ময়লা। পরে স্থানীয়দের সহায়তায় থানায় নিয়ে আসি।
‘পরে এবিষয়ে বরগুনা সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা হওয়ার অধাঘন্টা পরেই পুলিশ আসামী শাহিনকে গ্রেফতার করেছে। আমি বরগুনা সদর ওসি স্যারকে ধন্যবাদ জানাই। মামলা হওয়ার আধা ঘণ্টার মাথাই প্রধান আসামী শাহিনকে গ্রেফতার করেছে। আমরা ওর সুষ্ঠ বিচার চাই, যাতে আর কোন দিন এসব কাজ না করতে পারে।’
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ বলেন, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মীম আবাসনের মো. শাহীনের বিরুদ্ধে তিন বছরের এক কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ একটি মামলা করেন ওই শিশুর মা। তাৎক্ষনিক অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করা হয়।