সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে বন্যার পানি উঠায় পুরো সিলেট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ দুপুর সোয়া ১২টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে, শুক্রবার (১৭ জুন) থেকে সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রৌকশলী ফজলুল করীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বন্যার পানি উঠে যাওয়ার কারণে উপকেন্দ্রটি আপাতত বন্ধ করা হয়েছে। পানি নেমে গেলে উপকেন্দ্রটি আবার চালু করা হবে। তবে পানি সেচে দ্রততম সময়ের মধ্যে এটি আবার চালু করার চেষ্টা করছি।
এর আগে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় বিমান চলাচল তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত সকল ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।’