নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়ন থেকে তিন যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ৪টি কার্তুজ ও ৩টি মোবাইল জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে নবগ্রামের ডেগা হাজী বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছেন—নবগ্রামের মনির আহম্মদের ছেলে মোয়াজ্জেম হোসেন খোকন (২৬), একই এলাকার মোহাম্মদ নূর হোসেনের ছেলে আবু নাছের সজিব (২৪) ও পালপাড়া গ্রামের শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম শাওন (২৩)।
পুলিশ জানায়, দেউটি ৩ নম্বর ওয়ার্ড নবগ্রাম এলাকার ডেগা হাজীর বাড়ির সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য একদল অস্ত্রধারী একত্রিত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সোনাইমুড়ি থানা পুলিশের একটি দল। অভিযানকালে ডেগা হাজী বাড়ির সামনে থেকে অস্ত্র, গুলি ও মোবাইলসহ তিনজনকে আটক করা হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।