নাটোরের বড়াইগ্রামে ইয়াবাসহ শহিদুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শহিদুল ইসলাম বাগাতিপাড়া উপজেলার নন্দীকুজা চিথলীপাড়া এলাকার মৃত আবুল কাশেম মোল্লার ছেলে।
নাটোর র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, আজ সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে তল্লাসি চালিয়ে ১৯৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।
তিনি আরও জানায়, আটককৃত ওই ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এবিষয়ে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।