বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটার জাহাজ ডুবে অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।
শনিবার সকালে নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা লে. বদরুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, সকাল ১০টার দিকে জাহাজডুবির খবর পায় নৌবাহিনী। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান কিছুটা বিলম্ব হচ্ছে। নৌবাহিনীর জাহাজ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানান তিনি।
এদিকে কোস্টগার্ড জানিয়েছে, তাদের একটি জাহাজ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে।