বগুড়ায় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় মহাবিপন্ন বাঘাইড় মাছ প্রদর্শন ও বিক্রি বন্ধ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিচালক এএসএম জহির উদ্দিন আকন্দ।
চিঠিতে বলা হয়, বগুড়ার বিখ্যাত পোড়াদহ মেলাতে প্রতি বছর প্রচুর পরিমাণে বাঘাইড় মাছ ক্রয়-বিক্রয় হয়, যা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন (২০১২ এর পরিপন্থী) এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশের বাঘাইড় মাছ একটি মহাবিপন্ন প্রাণী। কাজেই আসছে ৯ ফেব্রুয়ারি পোড়াদহ মেলাতে মহাবিপন্ন বাঘাইড় মাছ ক্রয়-বিক্রয় বন্ধে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এই আদেশ লঙ্ঘন করলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। যারা সারা দেশ থেকে এই মাছ মেলায় আনেন, তাদের নিষেধ করে দেওয়া হবে। মেলার আগে এই নির্দেশনা মাইকে প্রচার করা হবে এবং সেইসঙ্গে শাস্তিমূলক ব্যবস্থার কথাও প্রচার করা হবে বলে জানানো হয় চিঠিতে।