বগুড়ার গাবতলীতে ছুরিকাঘাতে নাজিম উদ্দিন (১৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
নিহত নাজিম উপজেলার তরফসরতাজ পূর্বপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে এবং তরফসরতাজ সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার সকালে বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গাবতলী উপজেলার দাঁড়াইল বাজার এলাকায় যায় নাজিম উদ্দিন। ওই সময় তিন যুবক তার ওপর অর্তকিত হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে নাজিমের মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে নিজামের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান।