ফাইল ফটো
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি ট্রাক হতে দুইশত বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়।
বুধবার সন্ধ্যায় উপজেলার রাঘবপুর স্কুলের পূর্বপাশে পাকা সড়কের উপর থেকে একটি ট্রাকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে দুইশ’ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
৩ মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি বুধবার রাত সাড়ে ৯টায় নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল। আককৃতরা হলেন- রাণীশংকৈল উপজেলার প্রয়াগপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে এনামুল হক (২৫), দিনাজপুর কোতোয়ালি থানার সুইহারি গোপালবাগ এলাকার আব্দুল জলিলের ছেলে রানা (২৮) ও দিনাজপুর উপজেলার মুরাদপুর সাতভায়া পাড়া গ্রামের মইনুলের ছেলে মোস্তফা (৩৩)।
রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেন্সিডিল পাচারের সময় উপজেলার রাতোর রাঘবপুর স্কুলের পূর্বদিকে চেকপোস্ট বসিয়ে দুইশ’ বোতল ফেন্সিডিল ও একটি খোড় বোঝাইসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।