ফাইল ছবি
নড়াইল সদর উপজেলায় ফেনসিডিলসহ মো. ইমরাম আলী (২৪) ও মো. উজ্জ্বল হোসেন (২৬) নামে দুই যুবককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার হাতিরবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
আজ বেলা ১১টার দিকে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার হাতিরবাগান মোড় নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন ও তার দল। ওই অভিযানে ইমরান আলী ও উজ্জল হোসেন নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়।