ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ৫ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৩ জন ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ২ জন বিজয়ী হয়েছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে তাদেরকে বেসরকারিভাবে উপজেলা প্রশাসনের পুরাতন ভবন থেকে নির্বাচিত ঘোষণা করা হয়।
ফুলপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন, হালুয়াঘাট উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জন কেনেথ রিছিল, শেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম, শ্রীবরদী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এন এম সাজ্জিল সাদিক এবং নকলা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তারেক আজিজ স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়।
এসময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ও ওসি আব্দুল্লাহ আল মামুন এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন ১নং ছনধরা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ। তিনি ৭৩৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম (আনারস) পেয়েছেন ৭৩০১ ভোট। ২নং রামভদ্রপুর ইউনিয়নে ৬০১৭ ভোট পেয়ে তৃতীয়বার বেসরকারিভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. রোকনুজ্জামান (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. দুদু মিয়া পেয়েছেন ৫১২৮ ভোট। ৩নং ভাইটকান্দি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আবারও বিজয়ী হয়েছেন মো. আলাউদ্দিন আহমদ। তিনি পেয়েছেন ৭৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নাজমুল ইসলাম রিপন পেয়েছেন ৪৯৫৬ ভোট। ৪নং সিংহেশ্বর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শাহা আলী ৯২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম তালুকদার (চশমা) পেয়েছেন ৪৪৬১ ভোট। ৫নং ফুলপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রেজাউল হক ফকির রাসেল (আনারস) ৩৭৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাদিউর রহমান মাহাদী (মোটর সাইকেল) পেয়েছেন ৩৬৬৩ ভোট। ৬নং পয়ারী ইউনিয়নে মো. মফিজুল ইসলাম ৪০৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী এনামুল কবির পেয়েছেন ২২২১ ভোট। ৭নং রহিমগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. একরাম হোসেন চৌধুরী পান্না ৮৬৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মো. আবু ছাইদ সরকার পেয়েছেন ৩৯২৬ ভোট। ৮নং রূপসী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহ সুলতান চৌধুরী ৮৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল আহাম্মেদ (আনারস) পেয়েছেন ৩৩১৯ ভোট। ৯নং বালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী দেলোআর মোজাহীদ ১০৭১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল আকন্দ (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৩৫ ভোট। এছাড়া ১০নং বওলা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহবুব আলম ৩৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান মো. হামিদুল্লাহ বিন মিনহাজ (মোটর সাইকেল) পেয়েছেন ২৭৯৩ ভোট। এদিকে, ফলাফল ঘোষণার সময় ফুলপুর বাসস্ট্যান্ডে আঞ্জুমান সুপার মার্কেটের সামনে দু’টি মোটর সাইকেল পোড়ানো হয়েছে এবং একটি মোটর সাইকেলকে ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার এসআই কবির বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে তল্লাশি চলছে।