সংগৃহীত ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে পানি ও অক্সিজেন ফুরিয়ে গেছে। এর ফলে হাসপাতালটিতে চলমান সংকট আরো ভয়াবহ রূপ ধারণ করেছে বলে জানিয়েছেন এটির পরিচালক।
দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযোগ, হামাসের সদস্যরা এই হাসপাতালকে গোপন ঘাঁটি হিসেবে ব্যবহার করছেন। এ জন্য হাসপাতালটিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যদিও হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ এ দাবি অস্বীকার করেছে।
আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া বলেন, ‘হাসপাতালের পরিস্থিতি খুবই হৃদয়বিদারক। ৬৫০ জনের বেশি রোগী এখন হাসপাতালটিতে আছেন। রয়েছেন ৫০০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। ইসরায়েলের হামলার কারণে বাস্তুচ্যুত হওয়া পাঁচ হাজার ফিলিস্তিনিও হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের কাছে পানি ও অক্সিজেন নেই।’
আবু সালমিয়া আরো বলেন, ইসরায়েলি ট্যাংক আল-শিফা হাসপাতালের চারপাশে অবস্থান নিয়ে রয়েছে। সেনারা হাসপাতালে ঘোরাফেরা করছেন। যখন-তখন তল্লাশি চালাচ্ছেন। সেনারা পানি সরবরাহব্যবস্থা ধ্বংস করেছেন।
হাসপাতালটির ভেতরে-বাইরে ইসরায়েলি অভিযান অব্যাহত আছে উল্লেখ করে আবু সালমিয়া বলেন, ‘অভিযানের কারণে কেউ এক ভবন থেকে অন্য ভবনে যেতে পারছে না। আমরা এখন আমাদের সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না। বিচ্ছিন্ন হয়ে পড়েছি।’
হাসপাতালটিতে আটকে পড়া একজন সাংবাদিক টেলিফোনে বলেন, সব জায়গায় ঢুকে পড়েছেন ইসরায়েলি সেনারা। সবদিক থেকেই গুলির শব্দ শোনা যাচ্ছে। সূত্র: বিবিসি