স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে ফসলের মাঠে জাতীয় পতাকা, মানচিত্র ও স্মৃতিসৌধের আদলে চিত্রকল্প ফুটিয়ে তুলেছেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাইল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী। তার এমন চিত্রকর্ম দেখতে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করছেন।
এর আগে ২০২১ সালে এক খণ্ড জমিতে প্রথমবারের মতো জাতীয় পতাকার আদলে বেগুনি রঙের ধান চাষ করে আলোচনায় আসেন শিক্ষক নূরে আলম সিদ্দিকী।
শিক্ষক নূরে আলম সিদ্দিকী বলেন, আমি কৃষক পরিবারের সন্তান। তাই ছোট থেকেই কৃষির প্রতি আমার আলাদা টান রয়েছে। গত বছর ইউটিউবে পার্পল লিফ রাইস ধানের চাষ দেখার পর এই ধান চাষে আগ্রহী হই। তখন পরীক্ষামূলকভাবে ১০ শতাংশ জমিতে ওই ধান রোপণ করেছিলাম। ফলনও খুব ভালো পেয়েছিলাম। তাই এবার পৃথকভাবে ৫০ শতাংশ জমিতে ধানের আবাদ করেছি। যেখানে এবারও বেগুনি ধানের (পার্পল লিফ রাইস) বীজও রোপণ করা হয়েছে। দেশপ্রেম ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আমি আমার ফসলি জমিতে জাতীয় পতাকা, বাংলাদেশের মানচিত্র ও স্মৃতিসৌধের আদলে চিত্রকল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
স্থানীয় এলাকাবাসী জহুরুল ইসলাম জানান, আলম মাস্টারের চিত্রকর্মের কথা লোকমুখে শুনেছি। এতদিন কাজের ব্যস্ততা থাকায় আসতে পারিনি। তাই আজ ফসলের মাঠে জাতীয় পতাকা, স্মৃতিসৌধ ও মানচিত্র দেখতে এসেছি।
পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার বাসিন্দা সাইফুল আলম বলেন, আমি পেশায় একজন পশু চিকিৎসক। পেশাগত কাজে আমাকে প্রায়ই ঝিনাইগাতী উপজেলার ধানশাইলের রাস্তা ব্যবহার করতে হয়। তাই মাঝে-মধ্যেই রাস্তার পার্শ্বে জমিতে আলম স্যারের চিত্রকর্ম দেখতে দাঁড়াই।
শেরপুর থেকে আসা চাকরিজীবী রুবেল মৃধা বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানতে পারি ফসলের মাঠে জাতীয় পতাকা, স্মৃতিসৌধ ও মানচিত্র বানানোর কথা। তাই স্বচক্ষে দেশপ্রেমিক শিক্ষক ও তার চিত্রকর্ম দেখতে এখানে ছুটে আসি। ধান গাছ দিয়ে কৃষি জমিতে এত সুন্দর চিত্রকর্ম ফুটিয়ে তোলা যায় তা নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এমদাদুল হক বলেন, শেরপুর কৃষি সমৃদ্ধ জেলা। এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। যার মধ্যে ধান অন্যতম। জেলায় এবার ৯১ হাজার ৬৯৯ হেক্টর জমির ধান উৎপাদন হয়েছে।
এদিকে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে নূরে আলম সিদ্দিকী নামে একজন প্রধান শিক্ষক তার ফসলি জমিতে জাতীয় পতাকা, স্মৃতিসৌধ ও মানচিত্র বানিয়েছেন। যা দেশপ্রেমের বহিঃপ্রকাশ। সূএ: ঢাকা পোস্ট ডটটকম