দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামছে দু’দল।
বৃহস্পতিবার ডারবানে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াবে ম্যাচটি।
ডারবানের সবুজ উইকেটে লড়াইয়ের ভালো উপকরণই পাবেন বাংলাদেশের পেসার ও ব্যাটাররা। পেসবান্ধব উইকেটের আশা করা হলেও গতি নিয়ে আছে সংশয়। সুষম বাউন্স থাকায় রান পাবেন ব্যাটাররা।
মুমিনুলের দলে আছে বেশ কয়েকজন সাউথ আফ্রিকান কোচিং স্টাফ। যারা ডারবানের কন্ডিশনটা ভালো করেই জানেন।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলের একাদশে নেই তামিম ইকবাল। আর শরিফুল ইসলাম শারীরিক দুর্বলতার কারণে নেই একাদশে। সকালে হঠাত পেটের পীড়ায় ভোগা তামিমের বদলে ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাসকিন আহমেদ আর এবাদত হোসেনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দলে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ। আর ব্যক্তিগত কারণে সাকিব আল হাসান বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশেই।
দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কেগান পিটারসন, টেম্বা বাভুমা, রায়ান রিক্লেটন, কাইল ভেররেন, উইন মালদার, কেশভ মহারাজ, সাইমন হারমার, লিজাদ উইলিয়ামস এবং ডুয়ান্নে অলিভিয়ের।
বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মহামুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।