পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হয়েছেন বরগুনার পৌর মেয়র কামরুল আহসান মহারাজ। বরগুনা-পুরাকাটা সড়কের ইটবাড়িয়া মস্তুকটানা এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি এই দুর্ঘটনার শিকার হন। বাংলানিউজ২৪
আহতাবস্থায় মেয়রকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে এবং পরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, মেয়রের গাড়িটি যখন আসছিল, তখন আমার দুই ভাতিজা সাইকেল নিয়ে রাস্তায় উঠছিল। তারা রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে গাড়িটি চলে আসে। এমন সময় সাইডে অটোসহ আরও তিনটি গাড়ি ছিল। তা দেখে মেয়রের গাড়ির চালক আতঙ্কিত হয়ে ওই ছেলেকে বাঁচানোর জন্য উত্তর পাশে খালের দিকে বেশি চেপে খালে পড়ে গেছে। শিক্ষার্থী দুজন রাস্তায় পড়ে মাথা ফেটে গেছে। একজনকে স্থানীয় হাসপাতালে এবং অন্যজনকে বরিশাল হাসপাতালে নেয়া হয়েছে।
বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, দুর্ঘটনার শিকার গাড়িটি উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।