‘প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ যুবলীগ। আমরা চাই আমাদের আগামী প্রজন্ম শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দেশকে ভালবাসবে। একই সাথে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। যেটার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ বলেছেন, বাংলাদেশ যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। এসময় তার সাথে ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
যুবলীগ সভাপতি এসময় আরও বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে এক গোপন বার্তায় বঙ্গবন্ধু মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় ছিনিয়ে নিতে পেরেছিলাম। সেই মর্ম বুকে ধারণ করে আজকের তরুন প্রজন্ম প্রকৃত ইতিহাস চর্চা করবে। একই সাথে বাংলা শিল্প সাহিত্যের উন্মেষ ঘটাবে। বাঙ্গালি জাতি হিসেবে আমাদের যে ঐতিহ্য রয়েছে সেটি ধারণ করে একটি সত্যিকারের প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলবে।
যুবলীগ সভাপতি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পালন হচ্ছে। দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি। আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে এই দাবি পূরণ হোক। জাতির দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সেই দাবি পুরন হচ্ছে। এই বিচার শেষ পর্যন্ত চলমান থাকবে বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনার নেতৃত্বেই সকল যুদ্ধাপরাধীদের বিচার হবে।