মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন। নিরাপত্তার ফাঁক গলে সেখানে ঢুকে যায় একটি মুরগি। এটা নিয়ে তুমুল হইচই পড়ে যায় পেন্টাগনে। শেষমেশ গ্রেপ্তার করা হয়েছে সেই মুরগিটিকে।
পেন্টাগন ও তার আশপাশের পরিসর নিরাপত্তার বেষ্টনিতে মোড়া। কাক-পক্ষীতেও সেই নিরাপত্তার নজর এড়িয়ে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে নিরাপত্তার বেষ্টনিকে কোনো মানুষ ভাঙতে পারে না, আশ্চর্যজনকভাবে সেই বেষ্টনিকেই বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মুরগি। এটা নিয়ে শোরগোল পড়ে যায়।
জানা গিয়েছে, পেন্টাগনের সামনে থেকে সেই মুরগি উদ্ধার হয়েছে। একটি প্রাণী সংস্থাকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় ‘আসামি’মুরগিটি। পেন্টাগনের কর্মীরা এর নাম দিয়েছেন ‘হেনি পেনি’।,