বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
শনিবার এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, পীর হাবিবুর রহমান ছিলেন একজন আদর্শ গণমাধ্যম কর্মী। দেশের গণমাধ্যমের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন পীর হাবিবুর রহমান। একজন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিষ্ট হিসেবেও অনন্য ছিলেন তিনি। পীর হাবিবুর রহমানের মৃত্যুতে দেশের গণমাধ্যমে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। তিনি আজীবন গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়ন ও স্বার্থ রক্ষায় কাজ করেছেন। পীর হাবিবুর রহমান আজীবন বেঁচে থাকবেন তাঁর কীর্তির মাঝে।
বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
এর আগে শনিবার বিকাল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জ্যেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমান। তার ছেলে আনাফ ফাহিম অন্তর এ তথ্য নিশ্চিত করেন।