বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন দুই সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতির সম্মতিক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া দুই সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুবিনা খন্দকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।
এসময় পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন, কমিশন সচিব আ. হামিদ জমাদ্দার ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।