পাবনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়।
আটকরা হলেন- সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টুটুল খান (৪৫), সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইস খান (৫২), স্বপন কর্মকার (৩৯), আব্দুস সাত্তার (৫৯) ও দিলীপ কুমার কর্মকার (৪৪)।
কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় র্যাব। এসময় পাবনা-সুজানগর সড়কে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক একটি প্রাইভেট কার তল্লাশি করে। এসময় ১১ বোতল ফেনসিডিল, ছয়টি মোবাইল, আটটি সিম ও নগদ এক লাখ ২৫ হাজার ৩০০ টাকাসহ তাদের আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মাদক আইনে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।