পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন হাট এলাকায় শিশু রহিম (৭) হত্যা মামলায় আসামি রাসেল (৪০) এর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি সালমা আক্তার শিলু বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার নতুন হাট এলাকায় জগলু শাহের শিশু পুত্র রহিমকে (৭) মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যায় একই উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল। সেখানে শিশুটিকে বলাতকারের পর কাচি দিয়ে গলাকেটে হত্যা করে রাসেল। ঘটনার পরদিন (২৫ ফেব্রুয়ারি) নিহত রহিমের বাবা জগলু শাহ বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন।
পরে মামলায় আসামি রাসেলকে গ্রেপ্তার করলে সে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। মামলায় আসামি পক্ষে ছিলেন মকবুল আহমেদ।,