পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফরিদপুর জেলার আটরশি পীর সাহেবের দরবার শরিফে যাত্রা ও সাপ্তাহিক ছুটির কারণে যানবাহনের চাপ বেড়েছে।
শুক্রবার দুপুর পৌনে ১ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাটুরিয়া ঘাটের দুটি ট্রাক টার্মিনালে তিনশ ট্রাক, অর্ধশতাধিক পরিবহন বাস ও শতাধিক ছোট গাড়ি পাটুরিয়া ঘাট পারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় ১৯ ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করা হচ্ছে। এসব যানবাহনের চাপ কমে গেলে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হবে।