পাকিস্তানকে হারিয়েই সফর শেষ করল অস্ট্রেলিয়া

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রেখে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। জিতেছিল টেস্ট সিরিজ। মাঝে ওয়ানডে সিরিজটা খুইয়ে বসেছিল দলটা। তবে টি-টোয়েন্টিতে ৩ উইকেটের জয় নিয়ে ভালোভাবেই সফরটা শেষ করেছে অ্যারন ফিঞ্চের দল।

 

মঙ্গলবার রাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে মাঠে নামে অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক ফিঞ্চ।

শুরুতে ব্যাট করতে নামা পাকিস্তান অধিনায়ক বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের কল্যাণে দারুণ এক শুরুই পেয়ে যায়। উদ্বোধনী জুটিতে যোগ হয় ৬৭ রান। অষ্টম ওভারে রিজওয়ান ১৯ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর ফখর জামান ব্যর্থ হলেও ইফতিখার আহমেদ ও খুশদিল শাহদের নিয়ে পাকিস্তানকে বড় স্কোরের ভিত গড়ে দেন বাবর। তিনি বিদায় নেন ১৬তম ওভারে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৬৬ রান।

 

এরপর খুশদিল শাহ’র ১৮ বলে ২৪ ও শেষ দিকে উসমান কাদিরের ৬ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংসে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৬২ রান।

 

জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা বেশ পোক্তই হয়। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজিরা ৬ ওভারেই তুলে ফেলে ৬৩ রান। ১০ ওভার পেরোতে রানটা দাঁড়ায় ৯৫। ততক্ষণে অবশ্য ট্র্যাভিস হেড, জশ ইংলিস ও অভিষিক্ত মার্নাস লাবুশেনকে হারিয়ে বসে অজিরা। তবে অন্য প্রান্তে অ্যারন ফিঞ্চ লড়ে যাচ্ছিলেন একাই।

 

লাবুশেনের বিদায়ে উইকেটে আসা স্টয়নিস ৯ বলে ২৩ রানের এক ক্যামিও খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন আরও। তবে এরপরই ম্যাচে ফেরে উত্তেজনা। পরপর দুই ওভারে বিদায় নেন স্টয়নিস ও গ্রিন। তবে এরপর বেন ম্যাকডরমট ১৯ বলে ২২ করে সঙ্গ দেন ফিঞ্চকে, যিনি ৪৫ বলে ৫৫ রান করে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটের জয় এনে দেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা এক মণ্ডপে ২০০-র বেশি প্রতিমা-বিগ্রহ! লাখো ভক্তের সমাগমের প্রস্তুতি

» সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা

» ২৪ ঘণ্টার মধ্যে ডিজিটাল বীমা পলিসি ডক্যুমেন্ট প্রদানের সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ

» নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

» প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাকিস্তানকে হারিয়েই সফর শেষ করল অস্ট্রেলিয়া

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রেখে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। জিতেছিল টেস্ট সিরিজ। মাঝে ওয়ানডে সিরিজটা খুইয়ে বসেছিল দলটা। তবে টি-টোয়েন্টিতে ৩ উইকেটের জয় নিয়ে ভালোভাবেই সফরটা শেষ করেছে অ্যারন ফিঞ্চের দল।

 

মঙ্গলবার রাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে মাঠে নামে অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক ফিঞ্চ।

শুরুতে ব্যাট করতে নামা পাকিস্তান অধিনায়ক বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের কল্যাণে দারুণ এক শুরুই পেয়ে যায়। উদ্বোধনী জুটিতে যোগ হয় ৬৭ রান। অষ্টম ওভারে রিজওয়ান ১৯ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর ফখর জামান ব্যর্থ হলেও ইফতিখার আহমেদ ও খুশদিল শাহদের নিয়ে পাকিস্তানকে বড় স্কোরের ভিত গড়ে দেন বাবর। তিনি বিদায় নেন ১৬তম ওভারে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৬৬ রান।

 

এরপর খুশদিল শাহ’র ১৮ বলে ২৪ ও শেষ দিকে উসমান কাদিরের ৬ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংসে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৬২ রান।

 

জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা বেশ পোক্তই হয়। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজিরা ৬ ওভারেই তুলে ফেলে ৬৩ রান। ১০ ওভার পেরোতে রানটা দাঁড়ায় ৯৫। ততক্ষণে অবশ্য ট্র্যাভিস হেড, জশ ইংলিস ও অভিষিক্ত মার্নাস লাবুশেনকে হারিয়ে বসে অজিরা। তবে অন্য প্রান্তে অ্যারন ফিঞ্চ লড়ে যাচ্ছিলেন একাই।

 

লাবুশেনের বিদায়ে উইকেটে আসা স্টয়নিস ৯ বলে ২৩ রানের এক ক্যামিও খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন আরও। তবে এরপরই ম্যাচে ফেরে উত্তেজনা। পরপর দুই ওভারে বিদায় নেন স্টয়নিস ও গ্রিন। তবে এরপর বেন ম্যাকডরমট ১৯ বলে ২২ করে সঙ্গ দেন ফিঞ্চকে, যিনি ৪৫ বলে ৫৫ রান করে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটের জয় এনে দেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com