নেত্রকোনায় পাওনা ১০০ টাকা চাওয়ায় দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার কুনিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আয়াতুল ইসলাম মনোহারি দোকানে পাওনা ১০০ টাকা চাইলে পার্শ্ববর্তী কাঞ্চনপুর গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে রিপন ফকিরের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় রিপন ফকির উত্তেজিত হয়ে দোকানি আয়াতুল ইসলামকে মারধর করেন। পরে আয়াতুলকে গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, তুচ্ছ ঘটনায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানদারকে মারধর করেন অপর ব্যক্তি। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপন ফকিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।