পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. রাসেদ (১৯)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনীর মৃত মো. সাহাব উদ্দিনের ছেলে। 

 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেট সংলগ্ন আদর্শ কলোনীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত তাজুল ইসলাম পলাতক রয়েছে। তাজুল ইসলাম একই এলাকার এনামুল হকের ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, তাজুল রাসেদের খালাতো বোনের জামাই। তারা একই কলোনীতে বসবাস করে। পাওনা টাকা চাওয়া নিয়ে তাজুলের সঙ্গে কয়েকদিন আগে রাসেদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত বুধবার ২মার্চ বিকেলে রাসেদকে পিড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে তাজুল ইসলাম। এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে আদর্শ কলোনীর হাসেম মাঝির বসত ঘরে রাসেদকে পুনরায় তাজুল মারধর করে। এতে গুরুতর আহত হন রাসেদ। একপর্যায়ে রাসেদ ছাড়া পেয়ে বসত ঘরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

চরজব্বর থানার উপ পরিদর্শক (এসআই) দ্বীপক জানান, সুরতহাল শেষে শুক্রবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় : রুমিন ফারহানা

» রাকসু নির্বাচন : হল সংসদের ৩৯ পদে প্রতিদ্বন্দ্বী নেই, ৪ পদ ফাঁকা

» বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির বাংলা স্কুল নতুন উদ্যমে শুরু

» হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার

» আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী অভিযান র‌্যাবের

» বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে ব্যবসায়ী নিহত

» ভাঙ্গায় তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন চলছে

» মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু

» হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

» হোটেলে অভিযান চালিয়ে আটজন গ্রেপ্তার

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. রাসেদ (১৯)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনীর মৃত মো. সাহাব উদ্দিনের ছেলে। 

 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেট সংলগ্ন আদর্শ কলোনীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত তাজুল ইসলাম পলাতক রয়েছে। তাজুল ইসলাম একই এলাকার এনামুল হকের ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, তাজুল রাসেদের খালাতো বোনের জামাই। তারা একই কলোনীতে বসবাস করে। পাওনা টাকা চাওয়া নিয়ে তাজুলের সঙ্গে কয়েকদিন আগে রাসেদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত বুধবার ২মার্চ বিকেলে রাসেদকে পিড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে তাজুল ইসলাম। এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে আদর্শ কলোনীর হাসেম মাঝির বসত ঘরে রাসেদকে পুনরায় তাজুল মারধর করে। এতে গুরুতর আহত হন রাসেদ। একপর্যায়ে রাসেদ ছাড়া পেয়ে বসত ঘরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

চরজব্বর থানার উপ পরিদর্শক (এসআই) দ্বীপক জানান, সুরতহাল শেষে শুক্রবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com