রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে এরই মধ্যে দুই পরিবারে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। এদিকে রণবীর-আলিয়ার বিয়ের খবরে যখন বলি পাড়ার বাতাস ভারী হচ্ছে ঠিক সেই মুহূর্তে প্রকাশ্যে এসেছে নায়িকার পাঁচ প্রেমিকের কাহিনি। এই তালিকায় আছেন রমেশ দুবে, সিদ্ধার্থ, বরুণ ধাওয়ান, ব্যবসায়ী সুনীল মিত্তালের ছেলে কাভিন এবং সর্বশেষ রণবীর কাপুর। প্রেম নিয়ে প্রথমদিকে লুকোছাপা থাকলেও রণবীরকে বিয়ে করছেন ভাটকন্যা।