মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ পাঁচবিবির উপজেলার আংড়া গভীর নলকূপ প্রকল্প পরিচালনা পর্ষদের ত্রি- বার্ষিক নির্বাচনে নুর আলম ম্যানেজার ও আনোয়ার হোসেন ক্যাশিয়ার নির্বাচিত হয়েছেন। আংড়া আর্দশ গ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে প্রকল্প এলাকার ১০৫ জন উপকারভোগী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট শেষে নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মকন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনসুর রহমান ফলাফল ঘোষনা করেন। এতে ম্যানেজার পদে মোঃ নুর আলম আনারস প্রতীকে ৫১ ভোট নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল হাই ছিদ্দিক। তিনি ছাতা প্রতীকে পেয়েছেন ৪৮ ভোট। ক্যাশিয়ার পদে মোঃ আনোয়ার হোসেন কলস প্রতীকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে মোঃ নুর বক্স মই প্রতীকে পেয়েছেন ৪৮ ভোট।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মোঃ মনসুর রহমান বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত অবাধ সুষ্ঠ ও সন্দুর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোন
Facebook Comments Box