মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ উর্ধলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে (তাঁহার) প্রিয় পাত্র মনুষ্যদের প্রাক্ বড়দিন জয়পুরহাটের পাঁচবিবিতে উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, মহিপুর বিডির আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় বেতগাড়ী এফ সি সি বি চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত প্রাক্ বড়দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এল সি সির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাথাই টুঠু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, পাঁচবিবি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও এমপি পত্নী মেহের নেগার শিউলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান প্রমুখ। এর আগে চার্চের শিশুদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
Facebook Comments Box