ফাইল ফটো
পশ্চিম কাজীপাড়া থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল মো. সোহেল (২৯), মো. ময়নুল ওরফে ময়নাল (২৯) ও মো. বিকাশ হোসেন (১৯)। তাদের মধ্যে বিকাশ ও সোহেল সম্পর্কে শালা-দুলাভাই।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ৩ জন পেশাদার মাদক কারবারি। তারা কুষ্টিয়া জেলা থেকে গাঁজা ক্রয় করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। গাঁজা বিক্রির জন্যই আলাদা বাসা ভাড়া করেন তারা। সোহেল অর্ডার নিতেন, আর বিকাশ তা ডেলিভারি দিতেন। গ্রেফতার এড়াতে এসব গাঁজা বিক্রির জন্য বিকাশ বিভিন্ন ধরনের ছদ্মবেশে চলাফেরা করতেন। কখনও তিনি স্কুলছাত্র সেজে ব্যাগে করে গাঁজা পৌঁছে দিতেন, কখনও প্রবাসী সেজে বড় ব্যাগে গাঁজা বহন করতেন। এ ছাড়া কখনও ভাঙারি বিক্রেতা সেজে ছোট ড্রামে করে গাঁজা পৌঁছে দিতেন।
তিনি বলেন, গোপন সংবাদে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম কাজীপাড়া কৃষিবিদ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।