রাজধানীর পল্লবী থানাধীন লালমাটিয়া ট্রাক স্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. রায়হান (২৬) নামের এক পোশাক কর্মী নিহত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে বারোটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত রায়হানের বাবা রাজু মিয়া জানান, আমার ছেলে একটি গার্মেন্টে চাকরি করে। রাত ৯টার দিকে পল্লবীর লালমাটিয়া ট্রাক স্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। তার কাছে থেকে টাকা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে মোবাইল ও টাকাপয়সা নিয়ে যায়। এসময় চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়। বর্তমানে পল্লবীর পলাশ নগর এলাকার ১১ নম্বর সেকশনে পরিবার নিয়ে থাকতেন। নিহত চার ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।