বাইজিদ আহাম্মেদ ,পলাশ প্রতিনিধি : নরসিংদীর পলাশে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভাই ভাই ফার্মেসি ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনের দায়ে লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী। আজ মঙ্গলবার পলাশ উপজেলার খানেপুর বাজারের এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১২ হতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এর মধ্যে খানেপুর বাজারের ভাই ভাই ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ (নিবন্ধন বিহীন) ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানা করে বর্ণিত ৮২০ পিস ওষুধ জব্দ করা হয়।
লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন ও ছাপা সংবাদপত্র ব্যবহার করে খাদ্য দ্রব্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা করা করে সতর্ক করা হয়।
তিনি আরও জানান, উপস্থিত বিক্রেতা ও ক্রেতা সাধারণকে মাস্ক পূর্বক পণ্য ক্রয় বিক্রয় করতে এবং পণ্য বা সেবা ক্রয়ে প্রতারিত হলে ভোক্তা অধিকার হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়।
এ অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান ও পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পিএএ। এছাড়াও অভিযানে পলাশ থানা পুলিশের একটি টিমও সহায়তা প্রদান করেছে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
Facebook Comments Box