বাইজিদ আহাম্মেদ:নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৭ জন রোগীর হাতে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এসব রোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. উজ্জল মুন্সি।
Facebook Comments Box