বাইজিদ আহাম্মেদ : নরসিংদীর পলাশ উপজেলার সমবায় আদর্শ বিদ্যানিকেতনে নব নির্মিত ৪ তলা একাডেমিক ভবন উদ্ধোধন করা হয়েছে। শনিবার দুপুরে পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন করেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে নতুন ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,পলাশ উপজেলার নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, পলাশ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার ও উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃঞ্চ হালদার।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মেসার্স মোখলেছ এন্টারপ্রাইজ ২০২০-২১ অর্থ বছরে ২ কোটি ৯৭ লাখ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ সম্পন্ন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
Facebook Comments Box