শুধু পদ্মা সেতু না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সম্ভাবনার বাংলাদেশ তৈরি করে দিয়েছেন। আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, এটার জন্য তিনি যুগ যুগ বেঁচে থাকবেন।
আজ সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সমাবেশস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা যতদিন থাকবেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। নির্বাচনের প্রশ্নে সবাই উদগ্রীব হয়ে বসে আছেন আবারো মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করার জন্য।