পদ্মাসেতুতে সোমবার সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। রোববার রাতে সেতু বিভাগ থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তথ্য অধিদফতরের এক সংক্ষিপ্ত বিবরণীতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।
এর আগে, রোববার ভোর ৬টা থেকে পদ্মাসেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করা হয়। যানবাহনের চাপ থাকায় পৌনে ৬টা থেকেই টোল নিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হয় সেতু পারাপারের জন্য। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা অস্বাভাবিক হারে বেশি হওয়ায় টোল প্লাজায় ব্যাপক সিরিয়াল দেখা যায়।