‘পতন’ সিনেমায় গান গাইলেন তানিশা খান- রাব্বি

দেশীয় সঙ্গীত জগতের তরুণ প্রজন্মের সুন্দরী – সুরেলা গায়িকা তানিশা খান সঙ্গীত নিয়ে বেশ ভালো সময় পার করছেন। চলমান করোনা প্রাদুর্ভাবের আগে গেলো বছরের ডিসেম্বর মাস জুড়ে ১৬ জেলায় তানিশা গাইলেন মুক্তির গান দারুন আলোচিত ছিলেন তিনি। স্টেজ শো ও টেলিভিশন শো’র ব্যস্ত ও জনপ্রিয় এই প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। তানিশা জানান, মিজানুর রহমান শামীম পরিচালিত ‘পতন’ নামের একটি ছবিতে তিনি প্লেব্যাক করেছেন। এই গানে তার সহশিল্পী কামরুজ্জামান রাব্বি।

 

‘পতন’ ছবিতে প্লেব্যাক করা প্রসঙ্গে বলার আগে তানিশা খান জানান, করোনাতে কিন্তু তার গানের অডিও রেকর্ডিংয়ের কাজ থামিয়ে রাখেননি। সেই গানগুলো থেকেই খুব শীঘ্রি একটি মিউজিক ভিডিও ও দুটি লিরিক ভিডিও নিয়ে নিজের গানের শ্রোতা – দর্শক – ভক্তদের সামনে হাজির হবেন তিনি। তিনি বলেন, দেশের গান ও ইসলামিক গানে আমি এতদিন অনুপস্থিত ছিলাম। এবার তাই এই দুই ধারার গান নিজের উপস্থিতির জন্যে একটি দেশাত্ববোধক গান ও একটি ইসলামিক গান তৈরি করছি। পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত আছি। গানগুলো আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো।

প্রথম বারের মতো প্লেব্যাক করা প্রসঙ্গে সুদর্শনা গ্ল্যামারাস গায়িকা তানিশা খান বলেন, সাম্প্রতিক সময়ে আমি বেশ কিছু প্লেব্যাকের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সব কিছু মিলিয়ে প্রথমেই করা হলো পতন ছবির গানটি। রাব্বি ভাইর সঙ্গে এটি আমার প্রথম কাজ। ‘১৮ হাজার মাখলুকাত’ শিরোনামের চমৎকার বিরহীধর্মী গানটি গাইতে গিয়ে অসাধারণ লেগেছে। পরিচালক মিজানুর রহমান শামীমের লেখা এই গানটির শ্রুতিমধুর সুর করেছেন টিটন মামা। সঙ্গীতায়োজন করেছেন সুজন আনসারী। ছবিটি প্রযোজনা করছে গঙ্গা মাল্টিমিডিয়া।

গায়িকা তানিশা আরও বলেন, আমি এই চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, সেই সঙ্গে কৃতজ্ঞতা টিটন মামার প্রতি। তিনি আমাকে এতো সুন্দর করে সাপোর্ট না করলে এবং গান গাওয়ার সুযোগ দিয়েছেন বলেই সুন্দর একটি গান দিয়ে প্লেব্যাক শুরু করতে পারলাম।,

 

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দুই দফা দাম কমানোর পর ফের বাড়লো সোনার দাম

» রমজানে যানজট কমাতে পুলিশের ১৫ নির্দেশনা

» রমজানে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার অনুরোধ রাষ্ট্রপতির

» দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

» গুড়ার নন্দীগ্রামে হাইওয়ে পুলিশের পথসভা অনুষ্ঠিত 

» বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রিয়াল লেকচার সপ্তাহ অনুষ্ঠিত

» পাঁচবিবিতে তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

» নগদ-এ কেনাকাটার পেমেন্ট করলে পাবেন বিএমডব্লিউ গাড়ি

» মোবাইল ব্যালেন্স থেকে পরিশোধ করা যাবে সরকারি সেবার বিল

» জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসিকে সহযোগিতায় আগ্রহী নেদারল্যান্ডস

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘পতন’ সিনেমায় গান গাইলেন তানিশা খান- রাব্বি

দেশীয় সঙ্গীত জগতের তরুণ প্রজন্মের সুন্দরী – সুরেলা গায়িকা তানিশা খান সঙ্গীত নিয়ে বেশ ভালো সময় পার করছেন। চলমান করোনা প্রাদুর্ভাবের আগে গেলো বছরের ডিসেম্বর মাস জুড়ে ১৬ জেলায় তানিশা গাইলেন মুক্তির গান দারুন আলোচিত ছিলেন তিনি। স্টেজ শো ও টেলিভিশন শো’র ব্যস্ত ও জনপ্রিয় এই প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। তানিশা জানান, মিজানুর রহমান শামীম পরিচালিত ‘পতন’ নামের একটি ছবিতে তিনি প্লেব্যাক করেছেন। এই গানে তার সহশিল্পী কামরুজ্জামান রাব্বি।

 

‘পতন’ ছবিতে প্লেব্যাক করা প্রসঙ্গে বলার আগে তানিশা খান জানান, করোনাতে কিন্তু তার গানের অডিও রেকর্ডিংয়ের কাজ থামিয়ে রাখেননি। সেই গানগুলো থেকেই খুব শীঘ্রি একটি মিউজিক ভিডিও ও দুটি লিরিক ভিডিও নিয়ে নিজের গানের শ্রোতা – দর্শক – ভক্তদের সামনে হাজির হবেন তিনি। তিনি বলেন, দেশের গান ও ইসলামিক গানে আমি এতদিন অনুপস্থিত ছিলাম। এবার তাই এই দুই ধারার গান নিজের উপস্থিতির জন্যে একটি দেশাত্ববোধক গান ও একটি ইসলামিক গান তৈরি করছি। পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত আছি। গানগুলো আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো।

প্রথম বারের মতো প্লেব্যাক করা প্রসঙ্গে সুদর্শনা গ্ল্যামারাস গায়িকা তানিশা খান বলেন, সাম্প্রতিক সময়ে আমি বেশ কিছু প্লেব্যাকের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সব কিছু মিলিয়ে প্রথমেই করা হলো পতন ছবির গানটি। রাব্বি ভাইর সঙ্গে এটি আমার প্রথম কাজ। ‘১৮ হাজার মাখলুকাত’ শিরোনামের চমৎকার বিরহীধর্মী গানটি গাইতে গিয়ে অসাধারণ লেগেছে। পরিচালক মিজানুর রহমান শামীমের লেখা এই গানটির শ্রুতিমধুর সুর করেছেন টিটন মামা। সঙ্গীতায়োজন করেছেন সুজন আনসারী। ছবিটি প্রযোজনা করছে গঙ্গা মাল্টিমিডিয়া।

গায়িকা তানিশা আরও বলেন, আমি এই চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, সেই সঙ্গে কৃতজ্ঞতা টিটন মামার প্রতি। তিনি আমাকে এতো সুন্দর করে সাপোর্ট না করলে এবং গান গাওয়ার সুযোগ দিয়েছেন বলেই সুন্দর একটি গান দিয়ে প্লেব্যাক শুরু করতে পারলাম।,

 

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Design & Developed BY ThemesBazar.Com