কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত নয়াপাড়া ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. জোবায়ের (২১) একই ক্যাম্পে ব্লক-ডি, শেড-৭৪৯/১-এর বাসিন্দা নাছিরের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ডি-ব্লক এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা ডাকাতকে আটক করতে সক্ষম হয় এপিবিএন’র সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে ৩টি চাপাতি, ৪টি বিভিন্ন সাইজের রামদা, ২টি ছুরি, ১টি হাতুড়ি ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ আটক রোহিঙ্গা ডাকাতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।