ফাইল ফটো
নাটোরের সিংড়ায় মহাসড়কের পাশে নুর ইসলামকে (৫১) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি ট্রাক এবং হত্যার কাজে ব্যবহৃত লিভার জব্দ করা হয়।
সোমবার দুপুরে দিনাজপুর জেলার দশমাইল এলাকা থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
আজ বিকেলে পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আসামি লাবু (২৪) পঞ্চগড় জেলার হাসিবুল ইসলাম ছেলে।
নাটোর পুলিশ জানান, গত রোববার (২২ অক্টোবর) ভোরে সিংড়া উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের জামতলি এলাকায় মাথার বিভিন্ন জায়গায় জখম অবস্থায় অজ্ঞাতনামা একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের পরিবারকে সংবাদ দেওয়া হয়।
পরবর্তীতে নিহতেন বড় ভাই বছির উদ্দিন (৬০) ট্রাক ড্রাইভার লাবুসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন। পরে মামলার সূত্র ধরে মামলার রহস্য উদঘাটনে কাজ শুরু করে পুলিশ। পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দিনাজপুর জেলার দশমাইল এলাকা থেকে মামলার প্রধান আসামি ট্রাকচালক লাবুকে গ্রেফতার করে। এসময় একটি ট্রাক এবং হত্যার কাজে ব্যবহৃত লিভার জব্দ করা হয়।
পুলিশ আরও জানান, নিহত নুর ইসলামকে ট্রাক চালক লাবু ও তার সহযোগীদের দিনাজপুরের বিরামপুর নামক স্থান থেকে পূর্ব থেকেই যোগাযোগ করে ট্রাকে উঠিয়ে নেয়। আসামিরা পরস্পরের সহযোগিতায় নুর ইসলামকে প্রথমে শ্বাসরোধ করে এবং পরে ট্রাকের লিভার দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।