নিলাম থেকে মুস্তাফিজসহ ১০ ক্রিকেটারকে দলে নিতে পারে কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৫তম আসরকে সামনে রেখে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে মেগা নিলাম অনুষ্ঠিত হবে।এবারের আইপিএল নিলামে আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহিম। শোনা যাচ্ছে, এবারের আইপিএলে বলিউড সুপারস্টার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যেতে পারে মুস্তাফিজকে। সাত বছর ধরে ট্রফির দেখা না পাওয়া কলকাতা এবার নতুনভাবে দল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। নিলামে ৪৮ কোটি রুপি নিয়ে নামবে কলকাতা।

 

নিলামের আগে আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কাটেশ আইয়ার এবং সুনীল নারাইনকে রেখে দিয়েছে কলকাতা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের মতে এবারের নিলাম থেকে দশ ক্রিকেটারকে দলে ভেড়াতে পারে কলকাতা। সে তালিকায় আছেন কাটার মাস্টার মুস্তাফিজ। আনন্দবাজারের প্রকাশিত প্রতিবেদন অনুসারে এবারের নিলাম থেকে কোন দশ ক্রিকেটারকে কলকাতা দলে ভেড়াতে পারে একনজরে সে তালিকাটি দেখে নেওয়া যাক-

জনি বেয়ারস্টো: আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ১০টি ম্যাচ খেলে রান করেছিলেন ৪৪৫, স্ট্রাইক রেট ছিল ১৫৭। এর মধ্যে একটি শতরানও ছিল। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে তিনিই সব থেকে ধারাবাহিক ছিলেন। এবার তার দাম দেড় কোটি টাকা। উইকেটরক্ষক দীনেশ কার্তিককে ছেড়ে দেওয়া কলকাতা বেয়ারস্টোরকে দলে টানতে পারে।

 

ডিওয়াল্ড ব্রেভিস: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস বয়স মাত্র ১৮ বছর বয়স। শুভমন গিলকে ছেড়ে দেওয়ার পর ব্রেভিসকে নিতে পারে কেকেআর। টি-টোয়েন্টি ক্রিকেটে তিন নম্বরে একেবারে আদর্শ ব্রেভিস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার রান ১৩৮, ৬, ৯৭, ৯৬, ১০৪, ৬৫, ৫০। মাত্র ২০ লক্ষ টাকায় তাকে নিতেই পারে কেকেআর। গত বার বেঙ্কটেশ আয়ারকে যে রকম তার নিজের খেলাটা খেলতে দেওয়া হয়েছিল, ব্রেভিসকেও যদি তা করতে দেওয়া হয়, তিনি সফল হতেই পারেন বলে মনে করে কলকাতা।

 

শ্রেয়াস আইয়ার: এবারের আসরে কলকাতার অধিনায়ক কে হবেন? কলকাতায় এসে নিজেকে প্রমাণ করতে পারেন শ্রেয়াস। দিল্লি ক্যাপিটালস থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে ঋষভ পন্থকে অধিনায়ক করে দিল্লি। পরে শ্রেয়াস সুস্থ হলেও তাকে আর অধিনায়কত্ব দেওয়া হয়নি। শ্রেয়াস বুঝিয়েই দিয়েছেন, তিনি যে দলেই যান, অধিনায়ক হিসেবে খেলতে চান। তার দল পাওয়ার ক্ষেত্রে একটাই সমস্যা হতে পারে। তার সর্বনিম্ন দর হচ্ছে ২ কোটি টাকা।

 

মুস্তাফিজুর রহমান: বাংলাদেশের এই বোলারের মন্থর গতির লেগ কাটারের জন্য বেশ খ্যাতি আছে মুস্তাফিজের। ২০১৫ সালে ভারতকে এই মন্থর গতির লেগ কাটার দিয়েই নাকানি-চোবানি খাইয়েছিলেন তিনি। কিন্তু তখনও অনেকে তাকে নম্বর দিতে চাননি। সমালোচকদের ভুল প্রমাণ করে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে ২৮টি উইকেট নেন তিনি। এখন অস্ত্র হিসেবে যোগ করেছেন মন্থর ইয়র্কারও। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবেই তাকে দেখা হচ্ছে। এবার কলকাতা দলে যুক্ত হয়তে পারেন এমনটাই শোনা যাচ্ছে।

 

শিমরন হেটমায়ার: দিল্লিতে শ্রেয়াসের সঙ্গে খেলেছেন হেটমায়ার। শ্রেয়াসের পরেই নামতেন হেটমায়ার। ফলে অনেক ম্যাচে দুজনে এক সঙ্গে ক্রিজে থেকে ব্যাট করেছেন। দুই জনকেই দলে নিলে মিডল অর্ডার নিয়ে খুব একটা ভাবতে হবে না বলে মনে করে কেকেআর। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের একটিই সমস্যা, তিনি একেবারেই ধারাবাহিক নন। ফলে দেড় কোটি টাকা দিয়ে তাকে কেকেআর নিতে চাইবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

 

শাহরুখ খান: কলকাতা এবার দলে নিতে পারে ক্রিকেটার শাহরুখ খানকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন তিনি। তার পর বিজয় হজারে ট্রফিতে শাহরুখের রান ৪২, ৭৯, ৩২, ৬৬। হয়ত সেই কারণেই নিজের ন্যূনতম দর বাড়িয়ে ৪০ লক্ষ টাকা রেখেছেন তিনি।

 

লিয়াম লিভিংস্টোন: আন্দ্রে রাসেলের আগে ব্যাট করতে পাঠানোর জন্য ইংল্যান্ডের লিভিংস্টোন একেবারে আদর্শ। এখন বিশ্বের অন্যতম সেরা মারকুটে ব্যাটার। পা বাড়িয়ে, বা ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে যেভাবে বড় শটগুলো মারেন, তাতে তাকে নিতে পারে কেকেআর। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইনের পরে দলের তৃতীয় স্পিনার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।

 

শিবাম ডুবে: সিম বোলিং করার পাশাপাশি ব্যাটেও ভাল খেলেন তিনি। কেকেআর যদি তাকে নেয়, তবে দ্বিতীয় রাসেল হয়ে উঠতে পারেন মুম্বাইয়ের এই ক্রিকেটার। তার ন্যূনতম দর রেখেছেন ৫০ লক্ষ টাকা। তবে তিনি বর্তমানে ভাল ফর্মে নেই।


ট্রেন্ট বোল্ট:
 গত বছর ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন বোল্ট। গত বছর বোলিংয়ে তার উন্নতি চোখে পড়ার মতো। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে বোল্টই একমাত্র ছিলেন, যিনি ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে আক্রমণাত্মক বোলিং করেছিলেন। মাত্র ১৮ রানে দুই উইকেট নিয়েছিলেন। তবে গত বছর বিশ্বকাপের আগে সাত মাস টি-টোয়েন্টি ক্রিকেট খেলেননি তিনি।

 

চেতন সাকারিয়া: অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে চেতন সাকারিয়া। কয়েক বছর আগেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপযুক্ত জুতোও ছিল না তার। গত আইপিএলে ১৪টি উইকেট নিয়েছিলেন এই ক্রিকেটার। নিজের ন্যূনতম দাম রেখেছেন ৫০ লক্ষ টাকা।,

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

» বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি

» জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে: মতিউর রহমান আকন্দ

» বদরুদ্দীন উমর ছিলেন বহু রাজনীতিবীদের শিক্ষক: মির্জা ফখরুল

» বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যে গণতন্ত্রে মানুষ ভোটের অধিকার নিশ্চিত করে  : ড. মঈন খান

» সুন্দরবনের উপকূলের বাগেরহাটে শাপলা বিক্রি করেই চলছে দিনমজুর হানিফের সংসার, সরকারী সহায়তা বঞ্চিত!

» লালমনিরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুত ৪ শত ৬৮ টি পূজা মন্ডব

» আগৈলঝাড়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ ললিতা সরকার শিক্ষা ও নৃত্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ অ্যাওয়ার্ডে ভূষিত

» ঢাকা থেকে জামালপুরের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

» গানের শিক্ষক নিয়োগ বাতিল না করলে সরকারকে বাধ্য করার হুমকি ওলামা পরিষদের

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিলাম থেকে মুস্তাফিজসহ ১০ ক্রিকেটারকে দলে নিতে পারে কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৫তম আসরকে সামনে রেখে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে মেগা নিলাম অনুষ্ঠিত হবে।এবারের আইপিএল নিলামে আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহিম। শোনা যাচ্ছে, এবারের আইপিএলে বলিউড সুপারস্টার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যেতে পারে মুস্তাফিজকে। সাত বছর ধরে ট্রফির দেখা না পাওয়া কলকাতা এবার নতুনভাবে দল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। নিলামে ৪৮ কোটি রুপি নিয়ে নামবে কলকাতা।

 

নিলামের আগে আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কাটেশ আইয়ার এবং সুনীল নারাইনকে রেখে দিয়েছে কলকাতা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের মতে এবারের নিলাম থেকে দশ ক্রিকেটারকে দলে ভেড়াতে পারে কলকাতা। সে তালিকায় আছেন কাটার মাস্টার মুস্তাফিজ। আনন্দবাজারের প্রকাশিত প্রতিবেদন অনুসারে এবারের নিলাম থেকে কোন দশ ক্রিকেটারকে কলকাতা দলে ভেড়াতে পারে একনজরে সে তালিকাটি দেখে নেওয়া যাক-

জনি বেয়ারস্টো: আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ১০টি ম্যাচ খেলে রান করেছিলেন ৪৪৫, স্ট্রাইক রেট ছিল ১৫৭। এর মধ্যে একটি শতরানও ছিল। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে তিনিই সব থেকে ধারাবাহিক ছিলেন। এবার তার দাম দেড় কোটি টাকা। উইকেটরক্ষক দীনেশ কার্তিককে ছেড়ে দেওয়া কলকাতা বেয়ারস্টোরকে দলে টানতে পারে।

 

ডিওয়াল্ড ব্রেভিস: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস বয়স মাত্র ১৮ বছর বয়স। শুভমন গিলকে ছেড়ে দেওয়ার পর ব্রেভিসকে নিতে পারে কেকেআর। টি-টোয়েন্টি ক্রিকেটে তিন নম্বরে একেবারে আদর্শ ব্রেভিস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার রান ১৩৮, ৬, ৯৭, ৯৬, ১০৪, ৬৫, ৫০। মাত্র ২০ লক্ষ টাকায় তাকে নিতেই পারে কেকেআর। গত বার বেঙ্কটেশ আয়ারকে যে রকম তার নিজের খেলাটা খেলতে দেওয়া হয়েছিল, ব্রেভিসকেও যদি তা করতে দেওয়া হয়, তিনি সফল হতেই পারেন বলে মনে করে কলকাতা।

 

শ্রেয়াস আইয়ার: এবারের আসরে কলকাতার অধিনায়ক কে হবেন? কলকাতায় এসে নিজেকে প্রমাণ করতে পারেন শ্রেয়াস। দিল্লি ক্যাপিটালস থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে ঋষভ পন্থকে অধিনায়ক করে দিল্লি। পরে শ্রেয়াস সুস্থ হলেও তাকে আর অধিনায়কত্ব দেওয়া হয়নি। শ্রেয়াস বুঝিয়েই দিয়েছেন, তিনি যে দলেই যান, অধিনায়ক হিসেবে খেলতে চান। তার দল পাওয়ার ক্ষেত্রে একটাই সমস্যা হতে পারে। তার সর্বনিম্ন দর হচ্ছে ২ কোটি টাকা।

 

মুস্তাফিজুর রহমান: বাংলাদেশের এই বোলারের মন্থর গতির লেগ কাটারের জন্য বেশ খ্যাতি আছে মুস্তাফিজের। ২০১৫ সালে ভারতকে এই মন্থর গতির লেগ কাটার দিয়েই নাকানি-চোবানি খাইয়েছিলেন তিনি। কিন্তু তখনও অনেকে তাকে নম্বর দিতে চাননি। সমালোচকদের ভুল প্রমাণ করে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে ২৮টি উইকেট নেন তিনি। এখন অস্ত্র হিসেবে যোগ করেছেন মন্থর ইয়র্কারও। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবেই তাকে দেখা হচ্ছে। এবার কলকাতা দলে যুক্ত হয়তে পারেন এমনটাই শোনা যাচ্ছে।

 

শিমরন হেটমায়ার: দিল্লিতে শ্রেয়াসের সঙ্গে খেলেছেন হেটমায়ার। শ্রেয়াসের পরেই নামতেন হেটমায়ার। ফলে অনেক ম্যাচে দুজনে এক সঙ্গে ক্রিজে থেকে ব্যাট করেছেন। দুই জনকেই দলে নিলে মিডল অর্ডার নিয়ে খুব একটা ভাবতে হবে না বলে মনে করে কেকেআর। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের একটিই সমস্যা, তিনি একেবারেই ধারাবাহিক নন। ফলে দেড় কোটি টাকা দিয়ে তাকে কেকেআর নিতে চাইবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

 

শাহরুখ খান: কলকাতা এবার দলে নিতে পারে ক্রিকেটার শাহরুখ খানকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন তিনি। তার পর বিজয় হজারে ট্রফিতে শাহরুখের রান ৪২, ৭৯, ৩২, ৬৬। হয়ত সেই কারণেই নিজের ন্যূনতম দর বাড়িয়ে ৪০ লক্ষ টাকা রেখেছেন তিনি।

 

লিয়াম লিভিংস্টোন: আন্দ্রে রাসেলের আগে ব্যাট করতে পাঠানোর জন্য ইংল্যান্ডের লিভিংস্টোন একেবারে আদর্শ। এখন বিশ্বের অন্যতম সেরা মারকুটে ব্যাটার। পা বাড়িয়ে, বা ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে যেভাবে বড় শটগুলো মারেন, তাতে তাকে নিতে পারে কেকেআর। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইনের পরে দলের তৃতীয় স্পিনার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।

 

শিবাম ডুবে: সিম বোলিং করার পাশাপাশি ব্যাটেও ভাল খেলেন তিনি। কেকেআর যদি তাকে নেয়, তবে দ্বিতীয় রাসেল হয়ে উঠতে পারেন মুম্বাইয়ের এই ক্রিকেটার। তার ন্যূনতম দর রেখেছেন ৫০ লক্ষ টাকা। তবে তিনি বর্তমানে ভাল ফর্মে নেই।


ট্রেন্ট বোল্ট:
 গত বছর ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন বোল্ট। গত বছর বোলিংয়ে তার উন্নতি চোখে পড়ার মতো। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে বোল্টই একমাত্র ছিলেন, যিনি ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে আক্রমণাত্মক বোলিং করেছিলেন। মাত্র ১৮ রানে দুই উইকেট নিয়েছিলেন। তবে গত বছর বিশ্বকাপের আগে সাত মাস টি-টোয়েন্টি ক্রিকেট খেলেননি তিনি।

 

চেতন সাকারিয়া: অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে চেতন সাকারিয়া। কয়েক বছর আগেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপযুক্ত জুতোও ছিল না তার। গত আইপিএলে ১৪টি উইকেট নিয়েছিলেন এই ক্রিকেটার। নিজের ন্যূনতম দাম রেখেছেন ৫০ লক্ষ টাকা।,

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com