চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পরার পর উয়েফা ইউরোপা লিগ খেলছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। তাতেও সুবিধা করতে পারছে না জাভির শিষ্যরা। দীর্ঘ ১৮ বছর পর ইউরোপা লিগ খেলতে এসে ঘরের মাঠে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে নাপোলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সা।
ক্যাম্প ন্যূয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। মুহুর্মুহু আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষের রক্ষণভাগকে। কিন্তু যোগ্য ফিনিশিংয়ের অভাবে মিলছিল না গোলের দেখা। প্রথম ২০ মিনিটে তিনটি ভালো সুযোগ পায়। এর মধ্যে একবারই কেবল লক্ষ্যে শট রাখতে পারে তারা। পঞ্চদশ মিনিটে নিকো গনসালেসের শট দারুণ নৈপুণ্যে ফেরান গোলরক্ষক আলেক্স মেরেত।
উল্টো ম্যাচের ২৯তম মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিকরা। পিওতর জেলিনস্কির শট প্রথম দফায় মার্ক আন্দ্রে টের স্টেগেন ঠেকিয়ে দিলেও ফিরতি চেষ্টায় আর পারেননি। অনেকটা ধারার বিপরীতে গিয়ে গোল পায় সফরকারীরা। ন্যাপোলি বিরতিতেও যায় এক গোলে এগিয়ে থেকে। বার্সার সামনে অবশ্য সমতা ফেরানোর সুযোগ এসেছিল, তবে তরেসের লক্ষ্যভ্রষ্ট হেডে তা আর গোলে রূপ পায়নি।
দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য মরিয়া হয়ে উঠে বার্সেলোনা। আর ৫৯তম মিনিটে অবশেষে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। নাপোলির ডি-বক্সে তাদের ডিফেন্ডার জুয়ান জেসুসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে সমতা টানেন তরেস। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল না হলে ১-১ ব্যবধান ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।