ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। সদ্য ঘরের মাঠে টি-২০র এক নম্বর দল ভারতের বিপক্ষে খেলা সিরিজের স্কোয়াডই অপরিবর্তিত রেখেছে আইরিশ ক্রিকেট বোর্ড।
ভারতের কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় ও শেষ টি-২০তে দুদার্ন্ত ব্যাটিং পারফরম্যান্স ছিলো আইরিশদের। প্রথম ম্যাচ ৭ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে দুদার্ন্ত লড়াই করেছে স্বাগতিকরা।
ভারতের ছুঁড়ে দেয়া ২২৬ রানের টার্গেটের ম্যাচ ৪ রানে হেরেছিলো আয়ারল্যান্ড। তাই আসন্ন সিরিজের জন্য একই ক্রিকেটারদের উপর আস্থা রেখেছে আইরিশ টিম ম্যানেজমেন্ট।
ক্রিকেট আয়ারল্যান্ডের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান অ্যান্ড্রু হোয়াইট বলেন, স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের উপর আস্থা রেখেছে নির্বাচকরা। ঐ সিরিজের পারফরম্যান্স দারুন ছিলো। আমরা আশা করি, নিউজিল্যান্ডের বিপক্ষেও একই পারফরম্যান্স করবে দল।
আগামী ১০ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। আর ১৮ জুলাই থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দু’দল।
আয়ারল্যান্ড টি-২০ দল: অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), মার্ক আইডায়ার, কুর্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রেইন, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেকটর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।