করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। বর্তমানে কোভিড-পরবর্তী শারীরিক অসুস্থতা রয়েছে কংগ্রেস সভানেত্রীর। তার নাক দিয়ে রক্তপাত হচ্ছে। পাশাপাশি শ্বাসযন্ত্রে ছত্রাক সংক্রমণও রয়েছে বলে জানা গিয়েছে।
এক বিবৃতিতে এআইসিসি-র সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, গত ১২ জুন কংগ্রেস সভাপতিকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড সংক্রমণের জেরে তার নাক দিয়ে প্রচুর রক্তপাত হয়। সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়েছে। তার শ্বাসযন্ত্রের নিম্নাংশে ছত্রাক সংক্রমণ ঘটেছে। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
চলতি মাসের আট তারিখ কংগ্রেস সভানেত্রীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। কোভিড সংক্রমণের জেরে ইডি দফতরে হাজিরা দিতে পারেননি সনিয়া। নতুন করে আগামী ২৩ জুন রাজীব-পত্নীকে ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্য দিকে, ইতিমধ্যেই টানা তিন দিন ইডি দফতরে এই মামলায় হাজিরা দিয়েছেন রাহুল।সূত্র-আনন্দবাজার।